অক্টোবর ১৭, ২০১০, রবিবার : ২ কার্তিক, ১৪১৭
আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
০০ ইত্তেফাক রিপোর্ট ০০
আজ রবিবার ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 34, চাঁদপুরে 23.5, শ্রীমঙ্গলে 5Uv 57 5Uv 31  |
হাতিয়ায় চরদখল নিয়ে ৭ খুন ১৮ জনকে জবাইয়ের অভিযোগ
০০ ইত্তেফাক রিপোর্ট
বঙ্গোপসাগরের উপকূলবর্তী নোয়াখালীর হাতিয়া দ্বীপে চর দখল নিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে ডাকাত বাহিনী। এর জের ধরে ডাকাতদল ৭ জনকে জবাই করে হত্যা করেছে। গত বৃহস্পতিবারের এ ঘটনার পর ডাকাতদল গতকাল শনিবার সকালে আরো ১৮ জনকে জবাই করে হত্যার পর লাশ গর্তে পুঁতে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। তবে ১৮ জনকে জবাই করার ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের পৰ থেকে কোন সদুত্তর মিলেনি। পরিবারের সদস্যদের সামনে প্রকাশ্যে জবাই করায় এলাকায় এখন চরম আতংক বিরাজ করছে। ডাকাতদল ৭ জনকে হত্যার পর তাদের পেট কেটে দিয়ে লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়। নিহতরা হলেন চানন্দী ইউনিয়নের জনতা বাজারের ইব্রাহিম সর্দার (৬৫), কামাল উদ্দিন(৩৫), রফিক উদ্দিন(৩৫), আফছার উদ্দিন(৩৬), দুলাল উদ্দিন(৪০), বেলাল উদ্দিন(৩৬) ও আব্দুল খালেক(৪৫)। উপকূলের শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটলেও ডাকাতদলের দেশীয় অস্ত্রের মুখে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।  |
রাহিমার স্বপ্ন টর্নেডোতে লণ্ডভণ্ড ০০ মোহসীন পারভেজ, কলাপাড়া সংবাদদাতা
গত নয় মাসে একদিনও স্কুলে অনুপস্থিত থাকেনি পটুয়াখালীর কলাপাড়ার তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী রাহিমা বেগম (১৪)। তার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে ভ্যান চালক বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু হঠাৎ কয়েক সেকেন্ড স্থায়ী টর্নেডো তার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে। হারিয়ে গেছে তার কথা বলা ও হাঁটাচলার শক্তি। সদা হাস্যোজ্জ্বল এ কিশোরী মেয়েটি গত ৭ দিন ধরে বিনা চিকিৎসায়, ৰুধার যন্ত্রণায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেছে। টর্নেডোর ছোবলে সর্বস্বহারা পিতা চান মিয়ার সামর্থ্য নেই মেয়ের চিকিৎসা করানোর। অবশেষে গত ১৫ অক্টোবর এলাকার দানশীল লোকদের সহায়তায় রাহিমাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
টর্নেডোর আঘাতে বিধ্বসত্দ কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে সরেজমিনে গেলে দেখা যায়, চারদিকে শুধুই ধ্বংসসত্দূপ। একেকটি ঘর ৪/৫ কিলোমিটার দূরে উড়িয়ে নিয়ে ফেলেছে টর্নেডো।  |
এমপি ও গুণধর পুত্রদের নিয়ন্ত্রণে কুষ্টিয়ার প্রশাসন ০০ আবুল খায়ের ও মোসত্দাফিজুর রহমান মঞ্জু
কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৪ জন নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। তাদের মধ্যে একজন এমপির এলাকায় সুনাম অৰুণ্ন থাকলেও অপর তিন এমপির মধ্যে দুই এমপির দুই গুণধর পুত্র এবং এক এমপি জেলার প্রশাসন থেকে শুরম্ন করে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ পর্যনত্দ তাদের নিয়ন্ত্রণে চলে। এক এমপি ও দুই এমপির দুইপুত্রের নির্দেশনার বাইরে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দুরূহ ব্যাপার।
দুই এমপি পুত্রদ্বয়ের পিছনে থেকে শক্ত সেস্নাগান দেন। এই কারণে দুই এমপির চেয়ে দুইপুত্রই ৰমতাধর। এই দুই পুত্রই এলাকার স্বঘোষিত এমপি হিসাবে পরিচিত। টেন্ডার, চাঁদা, ভর্তি, নিয়োগ ও বদলি, দখল বাণিজ্য চলছে ওপেন। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এক শ্রেণীর নেতাকমর্ীর টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল, নিয়োগ ও বদলি বাণিজ্য থেমে নেই। তারা বেপরোয়া হয়ে এই সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এজন্য এমপিদের দুনর্ীতিই দায়ী। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিগণ রীতিমত অসহায় হয়ে পড়েছেন।  |
| |
No comments:
Post a Comment