Monday, October 18, 2010

Shangbad Bangla:Multinational : Ittefaq

অক্টোবর ১৯, ২০১০, মঙ্গলবার : ৪ কার্তিক, ১৪১৭
আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
০০ ইত্তেফাক রিপোর্ট ০০
আজ মঙ্গলবার খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৩৫.২, সিলেটে
২২.৮, মাদারীপুরে
৫টা ৫৮
৫টা ২৯
হাতিয়ার নলেরচরে শোকের মাতম
 
নিহতদের কুলখানির আয়োজন

০০ লাশের সন্ধান পায়নি স্বজনরা

০০ জামিউল আহসান সিপু ও আলমগীর ইউসুফ, হাতিয়ার নলেরচর, নোয়াখালী থেকে

সুবর্ণচরের বাঁশখালী খাল এক সময় ছিল উত্তাল। এখন কালের বিবর্তনে তা মরে যেতে বসেছে। সুবর্ণচরের বাঁশখালী সস্নুইসগেট থেকে ১৫ কিলোমিটার অতিক্রম করে হাতিয়ার নলেরচরের এককোণে ইসলামপুর বাজার গড়ে উঠেছে। খাল অতিক্রম করে গ্রামে ঢুকতেই দেখা গেলো ভূমিহীন কৃষকদের মধ্যে আতংকের ছাপ। বাজারের লোকজনরাই জানাল, গত বুধবার তাদের এলাকার ৭ জন নিখোঁজের কথা। তাদের ধারণা এই ৭ জনকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ইসলামপুরে নিহতদের কুলখানি অনুষ্ঠিত হয়। এলাকার সাধারণ মানুষের মধ্যে চলছে চাপা আতংক আর ক্ষোভ। যে কোন সময় অপর কোন বাহিনী তাদের উপর হামলা চালাতে পারে। ঘটনার ৬ দিন পরও পুলিশ নিখোঁজদের বাড়িতে খোঁজও নিতে যায়নি। পুলিশ গত দুইদিনে নঙ্গলিয়া চরের ভূমিহীন বাজার ও জনতা বাজারে ব্যাপক টহল দিচ্ছে।
 Click for Details
সাভারে নিয়োগ পরীক্ষা নিয়ে সংঘর্ষ,আহত ২০
গাড়ি ভাংচুর, লাঠিচার্জ, সড়ক অবরোধ

০০ ইত্তেফাক রিপোর্ট

গতকাল সোমবার নবীনগর-কালিয়াকৈর সড়কে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মূল ফটকের সামনে খেলোয়াড় কোটায় সৈনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর একটি গাড়ীসহ ১০-১২টি যানবাহন ভাংচুর করে। এ সময় সড়কটিতে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। জানা গেছে, গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর আর্মি স্টেডিয়ামে নিয়োগের ব্যাপারে বাছাই পর্ব সম্পন্ন হয়। সাভার সেনানিবাসের অধীনে বিকেএসপিতে গতকাল সোমবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিভিন্ন অঞ্চল থেকে ৪ শতাধিক আগ্রহী প্রাথর্ী সকালেই বিকেএসপির মূল ফটকের সামনে জড়ো হয়।

বিকেএসপির নিরাপত্তা কমর্ীরা ইতিপূর্বে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে যারা টোকেন পেয়েছে কেবল তাদেরকেই ভিতরে প্রবেশ করতে দেয়। সেনাবাহিনীর এক ঊধর্্বতন কর্মকর্তা জানান, এ অঞ্চলে ২১৪ জনকে টোকেন দেয়া হয়েছে।
 Click for Details
নীল চাষ ফিরে এলো রংপুরে
০০ ওয়াদুদ আলী, রংপুর সংবাদদাতা

দেড়শ বছর আগে বাংলাদেশে নীল চাষ ছিল একটি বিভীষিকার নাম। নীলকরদের অত্যাচারের কাহিনী শুনলে আজো শিউরে উঠতে হয়। তবে ইদানীং নীল চাষ আবার ফিরে এসেছে রংপুরে। তবে সেখানকার চাষীরা এখন নীল চাষ করছেন দারিদ্র্যতা দূর করতে। তারা আগ্রহ নিয়েই একাজ করছেন, কারো চাপে বাধ্য হয়ে নয়।

নীল গাছের পাতা থেকে তৈরি করা হচ্ছে নীল। আবার এই পাতা দিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের সবুজ সার। তাই চাষীরা নিজ উদ্যোগে নীল চাষ করছেন। রংপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ও গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর হরকলী ঠাকুরপাড়া এলাকায় ৩ হাজার কৃষক ৯শ' একর জমিতে নীল চাষ করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। নীল চাষীরা জানান, প্রথম অবস্থায় নীল চাষ সম্পর্কে কোন ধারণাই ছিল না তাদের। তারা জানতেন না যে, এটি লাভজনক ফসল হতে পারে। এলাকার চাষীরা ক্ষেত থেকে আলু তোলার পর সে জমিতে মালগাছ নামে বিশেষ ধরনের 'আগাছার' বীজ ছিটিয়ে রাখতেন এবং এই মালগাছ বড় হলে তারা তা জ্বালানির খড়ি হিসাবে ব্যবহার করতেন।
 Click for Details
ধীরগতিতে চলছে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই ছাপার কাজ। এই অবস্থায় বছরের শুরুতে ছাত্ররা বই পাবে বলে মনে করেন?
হ্যা
না
মন্তব্য নেই



ক্ষুদ্র ঋণ দারিদ্র দূর করতে পারে না। বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান। আপনি তার এ বক্তব্যের সঙ্গে একমত?
হ্যা: ৭০%না : ২৯%মন্তব্য নেই: ১%
undefined
 

No comments:

Post a Comment