অক্টোবর ১৮, ২০১০, সোমবার : ৩ কার্তিক, ১৪১৭
আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
০০ ইত্তেফাক রিপোর্ট ০০
আজ সোমবার ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 34.9, সীতাকুএল্প 22.8, মাদারীপুএর 5Uv 57 5Uv 31  |
নিউজিল্যান্ড ধরাশায়ী ০০ আরাফাত দাড়িয়া
এমন জয়ের আনন্দ যার কোন সীমা নেই, ৯৯-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপৰে সিরিজ জয়ের পর আরো একটি বিজয়ের রংয়ে দর্শকদের মিশিয়ে দিল বাংলাদেশের বীর ক্রিকেটাররা। র্যাংকিংয়ে সাত নম্বর দল নিউজিল্যান্ডের বিপৰে ঐতিহাসিক পারফর্মেন্স এবং হোয়াইটওয়াশের মধ্য দিয়ে বাংলাদেশ যে অসাধারণ সিরিজ পেল, সেই আনন্দের কোন সীমা ক্রিকেটাররা এখনই উজাড় করে দিতে চায় না। তাই এমন দুর্দানত্দ বিজয়ের পরও পতাকা নিয়ে ক্রিকেটারদের দেখা যায়নি মাঠ প্রদৰিণ করতে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেও গতকাল টাইগাররা আনন্দ চেপে রেখে নিজেদের আড়াল করে রাখলো। শেষ ওভারে জয়ের কান্ডারি রম্নবেল হোসেনের ছোঁড়া দুর্দানত্দ বলে ছিন্ন-ভিন্ন হয়ে যাওয়া কাইলস মিলসের উইকেটটি উপড়ে পড়ার পরই শেরেবাংলা স্টেডিয়ামের আনন্দের ঢেউ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যনত্দ যেন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ জিতে যায় ৩ রানে। আর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ম্যাচে জিতে ৭তম বারের মত হোয়াইটওয়াশ করার রেকর্ড গড়লো টাইগাররা নিজেদের ২৩৪ ওয়ান ডে ম্যাচে।  |
চোখের জলে প্রতিমা বিসর্জন শেষ হল শারদীয় দুর্গোৎসব
০০ আসিফুর রহমান সাগর
চোখের জলে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জন দিলেন হিন্দু ধর্মাবলম্বী লাখ লাখ মানুষ। মা গেলেন কৈলাশে স্বামীর আলয়ে। পিতৃআলয় এই ধরণীতে তিনি আসবেন ফের এক বছর পর।
গতকাল রবিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল ৯টা ৫৭ মিনিটে দেবীর দশমী পূজা ও দর্পণ বিসর্জন এবং শানত্দিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় ৫ দিনব্যাপী দুর্গাপূজা। মূলত বিসর্জন পূজার (দর্পণ বিসর্জন) মাধ্যমে দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়। মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিমা থেকে ঘটে এবং ঘট থেকে আবার ভক্তের হূদয়ে মাকে নিয়ে আসাকে বিসর্জন বলে। পূজা শেষে ভক্তরা পরস্পরকে কোলাকুলি করেন, মিষ্টিমুখ করান।
জগতে মানুষে মানুষে শানত্দি ও প্রাণীকুলের মঙ্গল কামনায় গতকাল সকাল থেকে মণ্ডপে মণ্ডপে শেষবারের মত দেবী দর্শনে আসেন হাজার হাজার ভক্ত। সন্ধ্যায় নৌকায় নৌকায় প্রতিমা নিয়ে মন্ত্র পাঠ আর ঢাক-ঢোল কাঁসর-ঘণ্টার ধ্বনিতে বেজে ওঠে বিদায়ের সুর।  |
|
No comments:
Post a Comment